নতুন ধর্ম প্রতিমন্ত্রীর শপথের প্রস্তুতি বঙ্গভবনে
ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে জামালপুরের ইসলামপুরের এমপি ফরিদুল হক খান দুলালের শপথের প্রস্তুতি চলছে বঙ্গভবনে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার সন্ধ্যায় নতুন প্রতিমন্ত্রীকে শপথ পড়াবেন।
গত পাঁচ মাস ধরে খালি থাকা ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে যে ফরিদুল হক খান দুলালই আসছেন, সেই গুঞ্জন সোমবার থেকেই ছিল। তবে সরকারের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তখন কিছু বলা হয়নি।