করোনার মধ্যেও জোরদার প্রস্তুতি শুরু গঙ্গাসাগরে
করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে জোরকদমে। মেলা প্রাঙ্গণে পানীয়জলের পাইপলাইন বসানো থেকে লাইট লাগানো, ড্রেনেজ ব্যবস্থা থেকে অস্থায়ী যাত্রী শেড তৈরির জন্য বাঁশ ও কাঠ নিয়ে আসা- সব কাজই চলছে দ্রুত। ডায়মন্ড হারবার থেকে গঙ্গাসাগর পর্যন্ত সড়কপথ মেরামতের পাশাপাশি নতুন করে পিচ ঢালাইয়ের কাজ চলছে। মুড়িগঙ্গা নদীতে জমা পলি সরাতে চলছে ড্রেজিং। করোনা থেকে সেরে ওঠার পরই জেলাশাসক পি উলগানাথন নিয়মিত ভিডিও কনফারেন্সিং করছেন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে। স্বাভাবিক ভাবেই এ বার বিশেষ জোর দেওয়া হচ্ছে কোভিড স্বাস্থ্যবিধির উপর গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের এগজিকিউটিভ অফিসার শম্ভুদীপ সরকার বলেন, 'কোভিড গাইডলাইন মেনে মেলাপ্রাঙ্গণে পুরোদমে কাজ চলছে।'