
সবাইকে এগিয়ে আসতে হবে
মাদক বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলার পরও মাদকের বিস্তার থেমে নেই। এজন্য প্রয়োজ সর্বাত্মক অভিযান চালাতে হবে। সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। মনে রাখতে হবে মাদক শুধু আইন-শৃঙ্খলাজনিত সমস্যা নয়। মাদকের রয়েছে বিভিন্ন রুট। বিমানবন্দর থেকে শুরু করে স্থলবন্দর, সমুদ্রবন্দর,
সীমান্ত এলাকায় মাদকের ছড়াছড়ি। এর কিছু ধরা পড়ে। বাকিটা চলে যায় মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে। রাজধানীতেও মাদকব্যবসা রমরমা। মাদকের জগতে এক সময় ‘হেরোইন’ নামক মরণ নেশা ব্যাপক বিস্তার লাভ করেছিল। এ পদার্থটি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে নিঃশেষ করে অবধারিত মৃত্যুর মুখে ঠেলে দেয়।
- ট্যাগ:
- মতামত
- অভিযান
- মাদক
- আইনশৃঙ্খলা