পচা খাবার থেকে সৌরবিদ্যুৎ
প্রথম আলো
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ০৭:৫৯
পচা ফল ও সবজি থেকে সৌরবিদ্যুৎ তৈরির প্রযুক্তি উদ্ভাবন করেছেন ফিলিপাইনের মাপুয়া ইউনিভার্সিটি ম্যানিলার শিক্ষার্থী কার্ভি এহরান মেইগ। আর এই উদ্ভাবনের জন্য তিনি পেলেন জেমস ডাইসন অ্যাওয়ার্ড ফর গ্লোবাল সাসটেইনেবিলিটি।
বিশ্বব্যাপী ৩০টির বেশি দেশের প্রকৌশলীদের মধ্যে প্রতিযোগিতা শেষে জেমস ডাইসন অ্যাওয়ার্ড দেয় দ্য জেমস ডাইসন ফাউন্ডেশন। এ বছর প্রথমবারের মতো দেওয়া হলো গ্লোবাল সাসটেইনেবিলিটি বা বৈশ্বিক স্থায়িত্ব বিভাগে। ১ হাজার ৮০০টির বেশি জমা পড়া প্রকল্প থেকে কার্ভির ‘অরিয়াস’ নামের প্রকল্প বেছে নেন বিচারকেরা।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শিক্ষার্থী
- সৌরবিদ্যুৎ
- বৈশ্বিক