সেনাবাহিনী দেশের জনগণকে সহযোগিতা করে যাচ্ছে: সেনাপ্রধান
সমকাল
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ২২:০৯
সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সেনাবাহিনী আজ কেবল নিজস্ব প্রশিক্ষণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ নয়; আর্থ-সামাজিক উন্নয়ন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ জাতির গঠনমূলক কাজেও অংশ নিচ্ছে। স্বতঃস্ফূর্ত এই কার্যক্রমের মাধ্যমে প্রত্যক্ষ-পরোক্ষভাবে সরকার ও দেশের জনসাধারণকে প্রতিনিয়ত সহযোগিতা করে যাচ্ছে, যা সেনাবাহিনীর সাংবিধানিক দায়িত্ব।
২০১৯ ও ২০২০ সালে শান্তিকালীন বিভিন্ন প্রশংসনীয় ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে সেনাসদস্যদের পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান ১২২ সেনাসদস্যকে পদক দেন। সশস্ত্র বাহিনী দিবস-২০২০ উপলক্ষে সোমবার ঢাকা সেনানিবাসের সেনাসদর হেলমেট অডিটোরিয়ামে এ অনুষ্ঠান হয়। এতে অন্য ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।