মাগুরায় একমঞ্চে আওয়ামী লীগ-বিএনপির নেতারা
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার মাগুরা শহরের ভায়না মোড়ে বিজয় স্মৃতি ফলকের নকশা চূড়ান্ত করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ-বিএনপিসহ সর্বদলীয় নেতাকর্মীরা এক মঞ্চে উপস্থিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে ৪টি নকশার মধ্যে একটি নকশা চূড়ান্ত করেন।
সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর জানান, এ নকশায় ৭ টি স্তম্ভের মাধ্যমে ৭ জন বীরশ্রেষ্ঠ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রকৌশলী শরিফউদ্দিন আহমেদ এ নকশার রূপকার হিসেবে কাজ করেছেন। প্রাথমিকভাবে জেলা পরিষদের মাধ্যমে এ স্মৃতিস্তম্ভ তৈরিতে ৬০ লাখ টাকা খরচ হবে বলে জানান সংশ্লিষ্টরা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে