৯ মাস পর খুলল উত্তরা গণভবন
নাটোরের উত্তরা গণভবন তথা দিঘাপতিয়ার রাজবাড়ি আজ সোমবার বেলা ১১টায় দর্শনার্থীদের জন্য শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে। এর পরপরই দর্শনার্থীরা টিকিট কেটে দলে দলে গণভবনের ভেতর ঢুকতে শুরু করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মিষ্টি বিতরণ করে দর্শনার্থীদের আপ্যায়ন করা হয়।
করোনা মহামারির কারণে মন্ত্রী পরিষদ বিভাগের সিদ্ধান্তে গত মার্চে উত্তরা গণভবন দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়। মন্ত্রী পরিষদ সচিবের মৌখিক নির্দেশে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ তাঁর সহকর্মীদের নিয়ে গণভবনে গিয়ে প্রধান ফটকে টাঙানো ‘বন্ধের নোটিশ’ নামিয়ে দেন এবং দর্শনার্থীদের জন্য প্রধান ফটক উন্মুক্ত করেন।