![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/11/23/image-192586.jpg)
হোসেনপুরে চাষাবাদে আগ্রহ বাড়ছে
কিশোরগঞ্জের হোসেনপুরের বহু দরিদ্র ও নিম্নবিত্ত মানুষেরা ঢাকাসহ বিভিন্ন শহরে কলকারখানা, দোকানপাট, গার্মেন্টসহ নানা পেশায় কর্মরত ছিল। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের ভয়াবহ প্রাদুর্ভাবে শ্রমজীবী মানুষেরা কর্মহারা হয়ে বেকার হয়ে পড়েছেন। ফলে পরিবার-পরিজন নিয়ে ভাড়া বাসায় নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন। তাই অগত্যা অনেকেই বাসা ভাড়া পরিশোধ ও পরিবারের ভরণ-পোষণ না করতে পারায় শহর ছেড়ে গ্রামে ফিরে আসছেন। গ্রামে এদের কারও ভিটেমাটি ছাড়া কোনো ফসলি জমি নেই।
আবার কিছু সংখ্যক লোকের ভিটেমাটি ও কিছু ফসলি জমি রয়েছে। তাই গ্রামের বিত্তশালী ভূস্বামীদের কাছ থেকে জমি বর্গা নিয়ে অথবা বাৎসরিক ভাড়া বাবদ জমি নিয়ে চাষাবাদে আত্মনিয়োগ করছেন অনেকেই। আবার কিছু সংখ্যক লোকের নিজস্ব সামান্য জমিতে হরেকরকম শাকসবজি কিংবা অর্থকরী ফসল চাষের উদ্যোগ নিয়েছেন।