![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/11/23/4aa99fd90f17661e4f0825aa5d5a6b76-5fbba8cb6b3fa.jpg?jadewits_media_id=700269)
অবশেষে চলচ্চিত্র শিল্পীদের জন্য কল্যাণ ট্রাস্ট
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১৯:০০
চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ও দুস্থ-অসুস্থ শিল্পীদের আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন-২০২০ তৈরি হচ্ছে। আজ (২৩ নভেম্বর) ভার্চুয়াল বৈঠকে এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।