করোনাকালে বেড়েছে মৌসুমি ভিক্ষুক
করোনার কারণে দেশের অর্থনীতির চাকা হোঁচট খেয়েছে। ভারী হয়েছে লোকসানের বোঝা। কেউ কেউ প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে হয়েছে নিঃস্ব। অসংখ্য মানুষ হারিয়েছে রুটি রোজগারের পথ। চাকরি হারিয়ে গ্রামে ফিরেছেন শত শত মানুষ।
বৈশ্বিক এ মহামারির সময়েই রংপুর অঞ্চলে পর পর ৪ বার বন্যা হয়েছে। নদীপাড়ের অসংখ্য মানুষ সর্বশান্ত হয়েছে। কেউ বন্যা, করোনার পরবর্তী পরিস্থিতিতে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। আর কেউবা উপায় না পেয়ে পথে-ঘাটে ঘুরে ঘুরে হাত বাড়িয়ে দিচ্ছেন একটু সাহায্যের আশায়।