যেভাবে বিশ্বনবি সাহায্য লাভের জন্য দোয়া করতে বলেছেন

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১২:৩২

মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু ও অভিভাবক হলেন আল্লাহ তায়ালা। তাকে তার 'ইসমে আজম'-এ ডাকলে তিনি বান্দার ডাকে সাড়া দেন। বান্দা যদি তাকে 'ইসমে আজম' সহকারে ডাকার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু সাহায্য চায়, তিনি ওই বান্দাকে তা দান করেন।

তার দোয়া কবুল করে থাকেন। প্রিয় নবি (সা.) হাদিসের বর্ণনায় ইসমে আজমের গুরুত্বের বিষয়টি তুলে ধরেছেন। হাদিসে এসেছে- হজরত বুরাইদা (রা.) বলেন, রাসূলুল্লাহ (সা.) এক ব্যক্তিকে (আবু মুসাকে) এ রূপ বলতে শুনলেন যে- اَللَّهُمَّ اِنِّىْ أَسْئَلُكَ بِاَنَّكَ اَنْتَ اللهُ لَا اِلَهَ اِلَّا اَنْتَ الْاَحَدُ الصَّمَدُ الَّذِىْ لَمْ يَلِدْ وَ لَمْ يُوْلَدْ وَ لَمْ يَكُنْ لَهُ كُفُواً اَحَدٌ উচ্চারণ

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে