![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2014/12/11/bengal-meat-17-.jpg/ALTERNATES/w640/bengal+meat+%2817%29.jpg)
ঘাস চাষ: সমালোচনার মধ্যে প্রকল্প উঠছে একনেকে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১০:২৩
গবাদি পশুর খাদ্য পুষ্টিকর ঘাস চাষাবাদের কৌশল শিখতে প্রায় ডজনখানেক কর্মকর্তার বিদেশ যাওয়া নিয়ে সমালোচনার মধ্যেই প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) যাচ্ছে।
এর আগে খিচুড়ি রান্না, পুকুর কাটা, খাল খনন, মৎস্য চাষ, প্রযুক্তি হস্তান্তর, কাজুবাদাম চাষ এবং বিশেষ উঁচু ভবন দেখাতে কর্মকর্তাদের বিদেশ সফরে নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
সম্প্রতি পুষ্টিকর ঘাস চাষ শিখতে ৩২ জন কর্মকর্তাকে বিদেশ পাঠানো হচ্ছে- এমন খবর আলোচনায় আসে। বিষয়টি নিয়ে সামাজিক গণমাধ্যমে অনেকে সমালোচনাও করছেন।