ফাস্ট বোলারদের বিপক্ষে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান সুনীল গাভাস্কার। সেই গাভাস্কার পর্যন্ত বলছেন, ‘কেউ কখনো শর্ট বলের জন্য প্রস্তুত থাকে না! ভালো শর্ট বলে সেরা ব্যাটসম্যানেরও সমস্যা হয়। কেউ বলতে পারবে না ‘‘আমি তৈরি’’।’
প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা গাভাস্কার কেন নতুন করে এই কথা বলছেন, প্রশ্নটা তুলতেই পারেন। গত শতকের সত্তরের দশকে ক্যারিবিয়ানে গিয়ে ভয়ংকর সব ক্যারিবীয় ফাস্ট বোলারের বাউন্সার সামলানো গাভাস্কার আসলে মনস্তাত্ত্বিক খেলা খেলার চেষ্টা করছেন। চেষ্টা করছেন অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের, বিশেষ করে দলটির সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথের মনে ভয় ঢুকিয়ে দিতে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.