সাবেক তারকা ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায় আজ (রবিবার) সন্ধ্যায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। যকৃতে ক্যানসারসহ নানা জটিলতায় ৬০ বছর বয়সেই নিভে গেছে তার জীবনদীপ। আগামীকাল সোমবার দুপুর ২ টায় রাজারবাগ কালীমন্দির শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে। এর আগে সকাল ১১টায় মরদেহ আনা হবে তার প্রিয় ক্লাব মোহামেডানে। এর এক ঘন্টা পর নেওয়া হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।
বাদল রায়ের মৃত্যুতে শোকাহত ক্রীড়াঙ্গন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শোক প্রকাশ করে বলেছেন, ‘জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায় দেশের ক্রীড়াঙ্গনে এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। মেধা যোগ্যতা ও কর্মের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে করেছেন সমৃদ্ধ তিনি। দেশের ফুটবলের উন্নয়নে তার অপরিসীম অবদান জাতি যুগ যুগ স্মরণ করবে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.