
বগুড়ায় এক দিনে নতুন করে ৬৭ জনের করোনা শনাক্ত
বগুড়ায় শীত আসতে না আসতেই করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ হু হু করে বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ৮ মাসে জেলায় করোনার সংক্রমণে মারা গেছেন ২০০ জন। সংক্রমিত রোগীর সংখ্যা আজ রোববার দুপুর পর্যন্ত দাঁড়িয়েছে ৮ হাজার ৫৯৭।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, বগুড়ায় করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। হঠাৎ করে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার প্রধান কারণ মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না। মাস্ক পরছেন না। সামাজিক দূরত্বও ভেঙে পড়েছে। বিয়েশাদি, সভা-সমাবেশ সবই চলছে। পরিস্থিতি মোকাবিলায় এখনই সমন্বিত প্রস্তুতি গ্রহণ করা দরকার।