অবসর সুবিধা চান গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মীরা

বিডি নিউজ ২৪ গ্রামীণ ব্যাংক প্রধান অফিস প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৭:০৩

সরকার নির্ধারিত অবসর সুবিধা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মীরা। রোববার মিরপুরে গ্রামীণ সেন্টারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনের এই মানববন্ধন থেকে জানানো হয়, দাবি আদায় না হলে অচিরেই রাজপথে বড় কর্মসূচি দেবে গ্রামীণ ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী কল্যাণ সমিতি।

মানববন্ধনে হবিগঞ্জ থেকে আসা অভিরঞ্জন পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকার প্রজ্ঞাপন জারি করে অবসরপ্রাপ্ত কর্মচারী ও কর্মকর্তাদের জন্য সুযোগ-সুবিধা ঘোষণা করেছে। গ্রামীণ ব্যাংক গত তিন বছর ধরে এনিয়ে আলোচনা চালিয়ে গেলেও তা বাস্তবায়ন করেনি। আমরা নিয়মতান্ত্রিকভাবে কর্তৃপক্ষের সঙ্গে দরকষাকষি করেও দাবি আদায় করতে পারিনি। এখন বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।”
আন্দোলনকারী জানান, নতুন প্রজ্ঞাপন অনুযায়ী একজন অবসরপ্রাপ্ত ব্যাংককর্মী অবসরের সব টাকা এককালীন গ্রহণ করলেও নিয়মিত চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং ১৫ বছরের অবসর জীবনের পর পুনরায় মাসিক পেনশন ভাতা পাবেন। কিন্তু গ্রামীণ ব্যাংক একটি সরকারি বিধিবদ্ধ সংস্থা হওয়া সত্ত্বেও সেই প্রজ্ঞাপন বাস্তবায়ন করেনি। এখন উল্টো প্রজ্ঞাপন বাতিল করার জন্য সরকারের বিভিন্ন দপ্তরে তদবির শুরু করেছে।

গ্রামীণ ব্যাংক থেকে অবসর নেওয়া জীবিত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ১২ হাজার। মানববন্ধনে উপস্থিত ছিলেন প্রায় দুই হাজার কর্মী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও