সারা বিশ্বে ২০০ কোটি করোনা ভ্যাকসিন বিতরণ করা হবে: আঙ্গেলা মেরকেল
সারা বিশ্বে ২০০ কোটি করোনা ভ্যাকসিন বিতরণ করা হবে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল।
গতকাল শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত জি২০ দেশগুলোর ‘রিয়াদ সম্মেলনে’ মেরকেল এই ঘোষণা দিয়েছেন বলে আল-আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনা মহামারি শুরু হওয়ার পর থেকে তা মোকাবিলায় ও ভ্যাকসিন উন্নয়নে বড় অর্থনীতির ২০টি দেশ (জি২০) ২১ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে।
সম্মেলনে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ বলেছেন, করোনা মহামারি প্রমাণ করেছে আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ কর্মপন্থাই হচ্ছে এর থেকে মুক্তির সেরা পথ। তিনি এই মহামারিকে বিশ্ব স্বাস্থ্য ব্যবস্থার জন্যে একটি বড় পরীক্ষা হিসেবে উল্লেখ করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.