শিশুটির বানানো খেলনা দেখতে আসছে মানুষ

প্রথম আলো বদলগাছি প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১৪:২১

ভিন্ন রকম এক খেলনা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে ১০ বছর বয়সী শিশুটি। তার নাম সাব্বির হোসেন। পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিশুটি কার্টন বক্সের মোটা কাগজ দিয়ে খননযন্ত্রের আদলে খেলনা বানিয়েছে। কৌতূহল নিয়ে সেই খেলনার কারুকাজ দেখতে আসছে আশপাশের মানুষ।

পরিবারের ভাষ্য, সাব্বির হোসেন ইনজেকশনের সিরিঞ্জ ও কার্টনের কাগজ দিয়ে খননযন্ত্র বা এক্সকাভেটর মেশিনের মতো খেলনা বানিয়েছে, যা বানাতে খরচ হয়েছে ৩৫০ টাকা। ছেলের এমন বৈজ্ঞানিক মনোভাবাপন্ন কাজে তারা বেশ খুশি।

সাব্বিরদের বাড়ি নওগাঁর বদলগাছী উপজেলার কেশাইল গ্রামে। সে ভান্ডারপুর রহিমা প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন স্কুলের পঞ্চম শ্রেণি ছাত্র। তার বাবা শফিউল আলম জয়পুরহাট জেলা পরিষদের চতুর্থ শ্রেণির কর্মচারী। মা লতা পারভীন গৃহিণী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও