বুধবার থেকে আবারও বৃষ্টির আশঙ্কা

প্রথম আলো আবহাওয়া অধিদফতর প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ১২:১২

টানা তিন দিন ধরে নিচু মেঘে ঢেকে থাকার পর অবশেষে রোদ হাসল। ঢাকাসহ দেশের বেশির ভাগ এলাকার বিষণ্ন আকাশ ঝকঝকে পরিষ্কার হলো। সঙ্গে সকাল সকাল শীতের হিম হিম বাতাসও বাড়ল। কিন্তু প্রকৃতিতে শীত শুরুর এই সৌন্দর্যে ভাটা পড়ার আশঙ্কাও এরই মধ্যে দানা বাঁধতে শুরু করেছে। বঙ্গোপসাগরে আবারও একটু লঘুচাপ দানা বেঁধেছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে, এটি আজ রোববারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি দ্রুত শক্তি অর্জন করলে এটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

তবে লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড় যা–ই হোক না কেন, তাতে বাংলাদেশের খুব বেশি ভয়ের আশঙ্কা নেই। কারণ এটি বাংলাদেশ উপকূল থেকে বেশ দূরে রয়েছে। এর গতিমুখ ভারতের অন্ধ্র উপকূলের দিকে। এর প্রভাবে ভারতের দক্ষিণের এলাকাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা আছে। তবে ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ওই লঘুচাপের প্রভাবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে আবারও আকাশ মেঘলা হয়ে উঠতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টিও হতে পারে।

বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী লঘুচাপটি আজ রোববারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও