দিনাজপুরে নতুন মৌসুমের আলুতে লাভের আশায় কৃষক
মকবুল হোসেন (৫০) এবার তিন বিঘা জমি বর্গা নিয়ে আলু চাষ করেছেন। তিন সপ্তাহ পরই তিনি খেত থেকে আলু তুলতে পারবেন। বাজারে আলুর দাম ভালো থাকায় লাভের আশায় আছেন মকবুল। এর মাধ্যমে গত বছরের লোকসানও পুষিয়ে যাবে বলে আশা করছেন তিনি।
দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের খড়িবাড়ি এলাকা মকবুল হোসেনের বাড়ি। তাঁর মতোই উপজেলার অনেক চাষি আলুখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। গত মঙ্গলবার উপজেলার দক্ষিণ কোতোয়ালি, মহব্বতপুর, খড়িবাড়ি, ঘুঘুডাঙ্গা, পাথরঘাটা এলাকায় গিয়ে দেখা যায়, পুনর্ভবা নদীর পাড় ঘেঁষে বিস্তীর্ণ আলুর খেত। কেউ দিচ্ছেন নিড়ানি, কেউ কীটনাশক ছিটাচ্ছেন। কেউবা ব্যস্ত আলুগাছের গোড়ায় মাটি দিতে।