
গত মঙ্গলবার সিলেট শহরতলির আখালিয়ায় অবস্থিত কুমারগাঁও এলাকায় কয়েকটি বিদ্যুৎ উপকেন্দ্রে কাছাকাছি সময়ে যেসব অগ্নিকাণ্ড ঘটেছে, তা থেকে কিছু প্রশ্ন দেখা দিয়েছে।
প্রথম প্রশ্নটি হলো, এই আধুনিক প্রযুক্তির যুগে আমাদের দেশে কেন এবং কীভাবে এত ঘন ঘন এ ধরনের অগ্নিকাণ্ড ঘটছে। এই প্রশ্নের কারণ, চলতি বছরেই এর আগে দেশের চারটি জেলায় পাঁচ দফায় বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ড ঘটেছে।