জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সরকার একের পর এক পৌরসভা গঠন করলেও সেসব প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কিংবা লোকবল নিয়োগের বিষয়ে উদাসীনতা লক্ষ করা যাচ্ছে।
প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধির খবর থেকে জানা যায়, জেলার নগরকান্দা পৌরসভা প্রতিষ্ঠার ২১ বছর পার হয়েছে। নিজস্ব কোনো ভবন নেই। পৌরসভার কার্যক্রম চলছে জেলা পরিষদ ভবনে ভাড়া বাড়িতে। উপজেলা সদরে জেলা পরিষদের পাঁচ কক্ষের একতলা ভবনে (ডাকবাংলো) শুরু হয় পৌরসভার কার্যক্রম। মাসিক ভাড়া নির্ধারিত হয় তিন হাজার টাকা। শুরুর পর বছর তিনেক নিয়মিত ভাড়া পরিশোধ করা হলেও পরে পৌরসভা ভাড়া দিতে পারেনি। জেলা পরিষদের বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৮ লাখ টাকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.