করোনা অতিমারির সময়ে সবকিছু ধীরে ধীরে স্বাভাবিক হলেও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী লোকাল ট্রেন চালু হয়নি। ফলে বিপাকে পড়েছে ময়মনসিংহ-ভৈরব রুটের নিম্ন আয়ের মানুষ। এ রুটে প্রতিদিন চারটি লোকাল ট্রেন চলাচল করত। বর্তমানে একটি আন্তনগর ট্রেন চললেও মাত্র তিনটি স্টেশনে যাত্রাবিরতি দেয়, ভাড়াও তিন গুণ বেশি।
স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার দরিদ্র ও নিম্ন আয়ের মানুষজনের ভরসা লোকাল ও মেইল ট্রেন, যা প্রায় আট মাস ধরে বন্ধ। ময়মনসিংহ-ভৈরব রুটে চারটি লোকাল ট্রেনের পাশাপাশি ঈশা খাঁ এক্সপ্রেস নামে একটি মেইল ট্রেন ছিল। সেটিও বন্ধ। এসব ট্রেন ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার ২২টি স্টেশনের যোগাযোগ রক্ষা করত। ফলে খুব সহজে সাধারণ মানুষজন স্বল্প ভাড়ায় যাতায়াত করতে পারত।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.