![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo%252Fimport%252Fmedia%252F2018%252F03%252F05%252F2b1ea13b34e09c391dc90cee076ee033-5a9cc348ea9cd.jpg%3Frect%3D0%252C35%252C1600%252C840%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
এমা কেবল পাস্তা বানাতে পারেন
ক্রুডস–ভক্তদের জন্য সুখবর। ২০১৩ সালের জনপ্রিয় অ্যানিমেশন ছবি দ্য ক্রুডস-এর সিকুয়েল দ্য ক্রুডস আ নিউ এজ আসছে। যুক্তরাষ্ট্রের বড় পর্দায় ছবিটি মুক্তি পাবে ২৫ নভেম্বর, থ্যাঙ্কস গিভিং ডের ঠিক আগের দিন। এই ছবিতেও গাইয়ের মুখে শোনা যাবে রায়ান রেনল্ডসের কণ্ঠ।
আর প্রিয় ইপের গলায় শোনা যাবে এমা স্টোনের কণ্ঠ। এই দুই হলিউড তারকা এবার লাইভে কথা বললেন পিপল সাময়িকীর সবচেয়ে ছোট্ট পাঠকদের সঙ্গে। কথাবার্তা হলো এই ছবিকে ঘিরেই।