দিনে ২০ রুটি খেয়েও শৌচাগারে যায় না ১৮ মাস!
প্রাকৃতিক প্রয়োজন পূরণ ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। কিন্তু এবার ভারতের মধ্যপ্রদেশে ঘটেছে অস্বাভাবিক ঘটনা। একটানা ১৮ মাস শৌচাগারে যায় না ১৬ বছর বয়সি এক কিশোর। অথচ ওই কিশোর দিনে ১৮ থেকে ২০টি রুটি খায় নিয়মিত। চিকিৎসকরাও ধরতে পারছেন না তার কোনো রোগ।
আশিস চান্ডিল নামে ওই কিশোরের অদ্ভুত এই রোগের কথা জানতে পেরে অবাক বাড়ির লোকও। ইতিমধ্যেই দুশ্চিন্তায় চিকিৎসকদের পরামর্শও নিয়েছেন তারা। কিন্তু তাতেও সুরাহা মেলেনি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রুটি
- শৌচাগার
- অস্বাভাবিক ঘটনা