দরজায় মই জুড়ে উঠতে হয় ট্রেনে
ছোট্ট রেলস্টেশনে অর্ধশতাধিক যাত্রীর জটলা। ট্রেন এসে থামল প্ল্যাটফর্মের বাইরের লাইনে। মুহূর্তে হুড়োহুড়ি পড়ে গেল। কোত্থেকে দুজন এসে ট্রেনের দরজার সামনে জুড়ে দিলেন মই। সেই মই বেয়ে ট্রেনে উঠলেন যাত্রীরা। কেউবা হাতল ধরে ঝুলে ঝুলেও ঢুকলেন ভেতরে।
শনিবার এ দৃশ্য দেখা গেল নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি রেলওয়ে স্টেশনে। ট্রেন আসার আগে কথা হয় এখানে অপেক্ষমাণ যাত্রীদের সঙ্গে। তাঁরা জানান, এ স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন থামে না। থামে বাইরের লাইনে। তাই মই বেয়ে উঠতে হয়। এ জন্য মাথাপিছু ১০ টাকা দিতে হয়। এতে ঝুঁকিও রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- দরজা
- ট্রেন
- রেল স্টেশন