সবাইকে টিকা, মোদীর সুরেই সৌদির রাজা

আনন্দবাজার (ভারত) সৌদি আরব প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০, ০৬:৪১

উন্নত দেশগুলির পাশাপাশি উন্নয়নশীল এবং দরিদ্র দেশগুলিও যাতে কোভিডের টিকা পায়, তার জন্য আজ ডাক দেওয়া হল জি-২০ শীর্ষ সম্মেলনের (ভিডিয়ো মাধ্যমে) প্রথম দিনে। আজকের এই সম্মেলনের আয়োজক সৌদি আরবের রাজা সলমন বিন আব্দুল আজিজ তাঁর উদ্বোধনী বক্তৃতায় এ কথা জানিয়েছেন। তাঁর সঙ্গে সুর মিলিয়েছে চিনও। সাউথ ব্লক সূত্রের বক্তব্য, এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকাকে সঙ্গে নিয়ে প্রথম আন্তর্জাতিক স্তরে প্রস্তাব এনেছিল ভারতই। আজ তাঁর উদ্বোধনী বক্তৃতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনিয়েছেন, বিশ্বের সবার কাছে যাতে প্রযুক্তির সুফল পৌঁছয়, তার জন্য জি-২০কে সক্রিয় হতে হবে।

তবে আজ আলাদা করে পেটেন্ট প্রত্যাহারে বিষয়টি নিয়ে সরব হননি প্রধানমন্ত্রী। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে প্রধানমন্ত্রীর উদ্বোধনী বক্তৃতা প্রসঙ্গে বলা হয়েছে, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কোভিডকে মানুষের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেছেন, জি-২০ ভুক্ত রাষ্ট্রগুলির পক্ষ থেকে এমন পদক্ষেপ করতে হবে, যা কেবল মাত্র বিশ্ব অর্থনীতি, কর্মসংস্থান বা বাণিজ্যকেই টেনে তুলবে না, পৃথিবী নামক গ্রহকেও সংরক্ষণ করবে ভবিষ্যতের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও