সৎকারে নেই সরকারি ব্যবস্থা

প্রথম আলো প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১৭:৪৮

মৃত্যুর পর খ্রিষ্টান ও বৌদ্ধধর্মাবলম্বীদের সৎকার বা সমাহিত করতে ঢাকায় সরকারি কোনো ব্যবস্থাপনা নেই। খ্রিষ্টধর্মের কেউ মারা গেলে এই সম্প্রদায় নিজস্ব ব্যবস্থাপনায় মৃতদেহ সমাহিত করে। আর পূর্ব বাসাবোতে হিন্দুদের একটি শ্মশানে বৌদ্ধ সম্প্রদায়ের মৃত ব্যক্তিদের দাহ করা হয়।

ঢাকায় বসবাসরত খ্রিষ্টান ও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের দাবি, সরকারিভাবে যেন মৃতদেহ সৎকার ও সমাহিত করার ব্যবস্থা করা হয়। তাঁদের অভিযোগ, অনেক দিন ধরেই তাঁরা এই দাবি জানিয়ে এলেও এখন পর্যন্ত তা বাস্তবায়নে সরকারের কোনো পদেক্ষেপ তাঁরা দেখতে পাননি। তাঁরা বলেছেন, আবারও তাঁরা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও