নিরামিষাশী মশা
প্রথম আলো
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১৪:৩৪
একটা তিনতলা বাড়ির দোতলায় থাকত তিনজন। মা, বাবা আর তাদের ছোট ছেলে ছোটন। এবারের বৃক্ষমেলা থেকে সে অনেক গাছ কিনে এনেছে, আর বারান্দায় একটা বাগান করেছে। নিজেই দেখাশোনা করে গাছগুলোর। একদিন ছোটন যখন স্কুলে, খুব মেঘ করে বৃষ্টি এল। ভাসিয়ে দিল পুরো বারান্দা। টব–বাগানের সব গাছ খুব নেচে মজা করে বৃষ্টিতে গোসল করল। কিছু খালি টব ছিল বারান্দায়। সেখানে পানি জমে গেল। আর সেই টলটলে পানি দেখে একটা মশার খুব পছন্দ হলো, সে এসে ডিম পাড়ল।
একদিন ডিম ফুটে বের হলো ছোট্ট একটা মশা। খুব মিষ্টি দেখতে সে। আর একটু লাজুক লাজুক। কথা কম বলে আর হাসি হাসি মুখে ঘুরে বেড়ায়। আদর করে মা–বাবা তার নাম দিল মশি। আর কী তার গানের গলা! মিষ্টি গলায় পোঁ পোঁ করে গান করত মশি। সবাই মুগ্ধ হয়ে শুনত।
- ট্যাগ:
- বিনোদন
- মশা
- বৃক্ষমেলা
- নিরামিষভোজী