![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-11%252Fa7333d57-9116-4e66-8d9b-1fc30d0b3558%252FNORAIL_DH0562_20201121_LOHAGARA_SADAT_0001_JPG.JPG%3Frect%3D0%252C87%252C4624%252C2428%26overlay%3Dprothomalo-bangla%252F2020-11%252Fc2b5c9f4-47e6-419c-98d5-9d0c8933a75b%252FOG_Post.jpg%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
‘যত দিন সাইবার বুলিং বন্ধ না হয়, তত দিন কাজ চালিয়ে যাব’
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী নড়াইলের সাদাত রহমানের চিন্তা এখন বিশ্বময়। তার স্বপ্ন, এ বিশ্ব হবে সাইবার বুলিং ও সাইবার অপরাধমুক্ত। কিশোর-কিশোরীরা আর সাইবার বুলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করবে না। বন্ধ হবে না তাদের পড়াশোনা। শিশু শান্তি পুরস্কার বিজয়ের পর সাদাত রহমান আজ শনিবার দুপুরে নড়াইলে এসব কথা বলে।
নেদারল্যান্ডসভিত্তিক ‘কিডস রাইটস ফাউন্ডেশন’ সাদাত রহমানকে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী ঘোষণা করে। ১৩ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত থেকে সাদাতের হাতে শিশুদের নোবেলখ্যাত এই পুরস্কার তুলে দেন নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। ৪২টি দেশের ১৪২ জন শিশুর মনোনয়নের মধ্য দিয়ে শুরু হয়েছিল সাদাতের বিশ্বমঞ্চে উঠে আসার দৌড়।