হতে চেয়েছিলেন ফুটবলার। ফুরসত পেলেই বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতেন। কিন্তু ফুটবলার নয়, রাজধানীর মিরপুরের তরুণ মোহাম্মদ সুমনের স্বপ্নজুড়ে স্কোয়াশ।
বাংলাদেশে একটি অপ্রচলিত খেলা স্কোয়াশ। খেলাটা ব্যয়বহুল। খেলতে হয় স্বচ্ছ কাচের চার-দেয়াল বিশিষ্ট ইনডোরে। কিন্তু দরিদ্র পরিবারের সন্তান সুমন তবু স্কোয়াশে আকাশছোঁয়ার স্বপ্ন দেখেন।
সুমনের বাবা লুৎফর রহমান ছিলেন মুদিদোকানি। সাত ছেলে ও দুই মেয়ের বিশাল সংসার চালাতে হিমশিম খেতেন। অভাবের সংসারে সুমন পড়াশোনার পাট চুকিয়েছেন অষ্টম শ্রেণিতে ওঠার পরই। মিরপুরের কালশীতে বাবার মুদিখানায় বসতেন মাঝেমধ্যে। তবে মন পড়ে থাকত ফুটবল মাঠে। সেই ফুটবল থেকে সুমনকে স্কোয়াশ কোর্টে নিয়ে আসেন বড় ভাই স্বপন পারভেজ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.