নগরকান্দা পৌরসভা ২১ বছর ধরে ভাড়া করা ভবনে
ফরিদপুরের নগরকান্দা পৌরসভা প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে ২১ বছর। এত বছর পরও এ পৌরসভার নিজস্ব কোনো ভবন হয়নি। পৌরসভার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে। শুরুর পর বছর তিনেক জেলা পরিষদের কাছে নিয়মিত ভাড়া পরিশোধ করা হলেও গত ১৮ বছরে কোনো টাকা পরিশোধ করা হয়নি। বকেয়া পড়েছে আট লক্ষাধিক টাকা।
উপজেলা সদরে জেলা পরিষদের পাঁচ কক্ষবিশিষ্ট একতলা ভবনে (ডাকবাংলো) শুরু হয় পৌরসভার কার্যক্রম। মাসিক ভাড়া নির্ধারিত হয় তিন হাজার টাকা। বর্তমানে ভবনটি আরও বেশি জরাজীর্ণ হয়ে পড়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ভবনের পূর্ব পাশের কক্ষে বসেন মেয়র। পশ্চিম পাশের কক্ষে সচিব। উত্তর পাশের একটি কক্ষে অফিস সহায়ক নাগরিকদের বিভিন্ন সনদ দেওয়ার কাজ করেন। উত্তর পাশের আরেকটি কক্ষে জমিসংক্রান্ত কার্যক্রম হয়। মাঝের কক্ষে করসংক্রান্ত কাজ চলে। এখানে সেবা নিতে আসা ব্যক্তিদের বসার ব্যবস্থা হিসেবে কয়েকটি বেঞ্চ পাতা। ভবনের ছাদে বিভিন্ন স্থান থেকে পলেস্তরা খুলে পড়েছে। সামনের অংশে রড বের হয়ে গেছে। পিলারে ফাটল ধরেছে। ভবন ধসে যাওয়ার ঝুঁকি মাথায় নিয়েই কাজ করছেন মেয়রসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ভবন নির্মাণ
- বাড়ি ভাড়া
- পৌরসভা