প্রায় ১০ লাখ মানুষকে দেওয়া হয়েছে চীনা ভ্যাকসিন

বাংলা ট্রিবিউন চীন প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১০:১২

চীনা ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সিনোফার্ম জানিয়েছে, তাদের উদ্ভাবিত করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকা প্রায় দশ লাখ মানুষকে দেওয়া হয়েছে। সরকার কর্তৃক অনুমোদিত জরুরি ব্যবহারের অংশ হিসেবে এই টিকা প্রদান করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংঝেন বলেন, এখন পর্যন্ত টিকা গ্রহণকারীদের মধ্যে গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট-এ বুধবার লেখা এক নিবন্ধে লিউ জিংঝেন লিখেছেন, জরুরি ব্যবহারে আমরা প্রায় এক লাখ মানুষকে এই টিকা দিয়েছি। এখন পর্যন্ত গুরুতর কোনও প্রতিক্রিয়া পাইনি। কয়েকজনের হালকা পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ দেখা গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও