কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মৃত নারীর ‘ধর্ষক’ মুন্নাদের চিকিৎসা নেই!

বাংলা ট্রিবিউন সিআইডি সদর দফতর, ঢাকা প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০, ১০:০০

রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল হাসপাতালের মর্গে আসা মৃত ছয় তরুণীর মৃতদেহ ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মুন্না ভগত নামে এক যুবককে। গত দেড় বছরে ছয় নারীর মৃতদেহকে ধর্ষণের বৈজ্ঞানিক প্রমাণ ( ডিএনএ ম্যাচ) পেয়েছে সিআইডি। এ বিষয়ে অভিযুক্ত মুন্না নিজেও আদালতে দাঁড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সিআইডি বলছে, দেশে এমন জঘন্য অপরাধ ডোমের সহকারী এই মুন্নাই প্রথম করেছে। প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি হবে তার। তবে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের চিকিৎসকরা বলছেন, এই শাস্তির বাইরে আরও শাস্তির ব্যবস্থা না করলে, এ ধরনের মানসিক রোগী কখনও সুস্থ হবে না।

জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. তাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দেশে সাধারণ মানসিক রোগীর সংখ্যার চেয়ে যৌনবিকৃত মানুষের সংখ্যা বেশি। মানসিক রোগীরা চিকিৎসকদের কাছে আসেন বলে আমরা জানতে পারি। কিন্তু যৌনবিকৃত রোগীরা জেনেশুনে অপরাধ করেন। তাই চিকিৎসকের কাছে আসেন না। মুন্না ভগত যে জঘন্য অপরাধ করে আসছিল, সেটা রোগ হলেও সম্পূর্ণ সচেতনভাবেই একজন অপরাধী এসব করে থাকে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও