এইচএসসি পাস না করলে নাট্যকেন্দ্রে যোগ দেওয়া যেত না। কিন্তু মোশাররফ করিমকে সুযোগ দিয়েছিলেন এ দলের কান্ডারি তারিক আনাম খান। গুরুর মান রেখেছিলেন মোশাররফ। মঞ্চে ভালো কাজ দেখিয়েছেন। এ সূত্রে একসময় টেলিভিশন নাটক ও সিনেমায় নিজের অবস্থান শক্তপোক্ত করেছেন। মঞ্চ ছেড়ে গত প্রায় এক দশকের বেশি সময় ধরে টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের অন্যতম এখন মোশাররফ। গুরু তারিক আনাম খানের সঙ্গে আবার এক হতে যাচ্ছেন তিনি।
মোশাররফ করিমকে দলে নেওয়ার স্মৃতিচারণা করতে গিয়ে তারিক আনাম খান বলেন, ‘নাটকের প্রতি আগ্রহ ছিল ছেলেটার। এ কারণে নিয়ম ভেঙে তাকে দলে নিয়েছিলাম। তখন প্রথম ব্যাচে কর্মী নিচ্ছিলাম। আবেদনের যোগ্যতা ছিল এইচএসসি পাস, কিন্তু মোশাররফ তখনো পাস করেনি। সেটা গোপন না করে সে সত্য কথা বলেছিল।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.