লাশকাটা ঘরে শাশ্বত, রুদ্রনীলের খপ্পরে বাচ্চারা, দু’জনে দু’জনার ‘প্রতিদ্বন্দ্বী’?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ২০:২৬
দৃশ্য ১: শাশ্বত চট্টোপাধ্যায় নার্সিংহোমের লাশকাটা ঘরে। এক শিশুর দেহের সামনে। গলায় স্টেথোস্কোপ। নিমেষে তাঁকে ঘিরে নিল সংবাদমাধ্যম। কেন?
দৃশ্য ২: বাচ্চাদের টেডি বিয়ারের লোভ দেখিয়ে কাছে টানার চেষ্টা করছেন রুদ্রনীল ঘোষ। চোখেমুখে ক্রুর ছায়া! বাচ্চারা তাই দোনোমোনো করছে কাছে ঘেঁষতে। কী কারণে?