ফিজিও করোনা পজিটিভ, এখন ফুটবলারদের নিয়ে দুঃশ্চিন্তায় বাফুফে

বার্তা২৪ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ২০:২৩

কাতার সফরে বিমান থেকে নামার পরদিনই দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ ফুটবল দল। জাতীয় দলের ম্যানেজার আমের খান ও ফিজিও ফুয়াদ হাসান হাওলাদার করোনা টেস্টে পজিটিভ হয়েছেন। পুরো দলকে কাতারের করোনাকালীন বিধিবিধান অনুযায়ী তিনদিন নিজনিজ হোটেল কক্ষে থাকতে হবে।

এমনকি খাওয়া-দাওয়া করার জন্য কক্ষের বাইরে পর্যন্ত কেউ আসতে পারবেন না। কক্ষের দরজার সামনে খাবার পৌছে যাবে। ডোর বেল বাজবে। এর ঠিক মিনিট খানেক পরে কক্ষের দরজা খুলে খাবারের প্লেট রুমে নিয়ে যেতে হবে। এই তিনদিন শারীরিক অনুশীলনের কাজও ফুটবলারদের সারতে হবে নিজ কক্ষে। ২৫ ফুটবলার ও ৯ জন কর্মকর্তাদের প্রত্যেকেই দোহার হোটেলে পৃথক কক্ষে থাকছেন। ওয়াটসঅ্যাপ গ্রুপে একে অন্যের সঙ্গে সবাই যোগাযোগ রাখছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও