২০২০ শুধুই দুঃস্বপ্ন নয়, আছে ভালো খবরও
ভয়াবহ দুঃস্বপ্নের মতো আমাদের সামনে হাজির হয়েছে ২০২০ সাল। করোনাভাইরাস মহামারী এখন পর্যন্ত বিশ্বজুড়ে ৫ কোটির বেশি মানুষকে সংক্রমিত এবং ১৩ লাখ ৫০ হাজারের বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছে। এর বাইরেও ভাইরাসটি সামজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিপর্যয় ঘটিয়ে চলেছে। এমন হাজারও নেতিবাচক খবরের মধ্যে ২০২০ সাল পৃথিবীর জন্য ভালো কিছু বিষয়ও নিয়ে এসেছে।
সামুদ্রিক প্রাণ সুরক্ষা
একদল বিজ্ঞানী ভবিষ্যদ্বাণী করেছেন, অতিরিক্ত মাছ ধরা, দূষণ ও জৈবিক আবাস্থল পুনরুদ্ধারের নীতিগুলো দ্রুত প্রয়োগ করা হলে আগামী ৩০ বছরে মানুষের হস্তক্ষেপ থেকে সামুদ্রিক জীবন রক্ষা পাবে। তাদের প্রতিবেদন বলছে, সামুদ্রিক জীবন পুনর্নিমাণ মানবতার জন্য দ্বিগুণ চ্যালেঞ্জ, নৈতিক বাধ্যবাধকতা এবং টেকসই ভবিষ্যত অর্জনের জন্য একটি স্মার্ট অর্থনৈতিক লক্ষ্য তুলে ধরেছে।
দম ফেলার ফুরসত পেয়েছে পৃথিবী
করোনাভাইরাস মহামারী কোটি কোটি মানুষকে কাজ থেকে সরিয়ে দিয়েছে এবং বাড়ি থেকে কাজ করতে বাধ্য করেছে। এটা উদযাপন করার মতো না হলেও প্রাকৃতিক বিশ্বে এর কিছু ইতিবাচক প্রভাব রয়েছে। রাস্তায় কম গাড়ি মানে বায়ুমণ্ডলে কম কার্বন ও নাইট্রোজেন অক্সাইড। এটা সাময়িক সময়ের জন্য হলেও। প্রাথমিক গবেষণা এটাও দেখায়, আমাদের এই ‘নিউ নরমাল’ জীবনযাপন থেকেও জীববৈচিত্র্য উপকৃত হচ্ছে।