নড়াইলে মাছের ঘের কেটে দেয়ার প্রতিবাদে মানববন্ধন

সংবাদ নড়াইল সদর প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১৯:০১

নড়াইল সদর উপজেলার গোপালপুর এলাকায় ২১টি মাছের ঘের কেটে দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে গোপালপুর বিল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের নারী, পুরুষ ও শিশু-কিশোররা অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন- শহিদ মোল্যা, তাহের মোল্যা, জুলফিকার, আশরাফুল ফকির, আদরী বেগম, আন্না বেগম, রোজিনা বেগমসহ অনেকে।

ক্ষতিগ্রস্তরা বলেন, গত সোম ও মঙ্গলবার নড়াইলের গোপালপুর এলাকার ইউপি সদস্য হারুন জমাদ্দার, অলিয়ার মোল্যা, শহিদুল ইসলাম, ফসিয়ার মোল্যা, কালাম মোল্যা ও আলাউদ্দিন বিশ্বাসের নেতৃত্বে মাটিকাটা মেশিন দিয়ে রাস্তার পাশের ২১টি মাছের ঘের কেটে দিয়েছে। এতে চিংড়ি, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের ব্যাপক ক্ষতি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও