You have reached your daily news limit

Please log in to continue


স্ত্রীর হাত থেকে বাঁচতে নিজেকেই অপহরণ করেন এই ব্যক্তি

রহস্যমণ্ডিত এই পৃথিবীতে কত যে আজব মানুষ আছে, তা হয়তো গুণে শেষ করা যাবে না। কয়েকদিন আগেই স্লোভেনিয়ার এক ২২ বছর বয়সী তরুণী বীমার টাকা পেতে নিজেই নিজের হাত কেটে ফেলেছিলেন। ভাবুন একবার, মানুষ কতটা আজব হলে এই কাজ করতে পারে। এমনই কয়েকজন মানুষের কথা জানাবো যারা, কেউ জরিমানা, কেউবা স্কুলে না যাওয়ার জন্য অপহরণের নাটক সাজিয়েছিলেন। তেমনই একজন- রবার্ট ব্র্যান্ডেল তিনি হেরে গিয়েছিলেন একটি সুপার বোল বাজি। আর তাতেই তাকে দিতে হত ৫০ হাজার ডলার। দেনা এড়াতে নিজের হাতই টেপ দিয়ে পিছ-মোড়া করে বেঁধে বন্দি হন গাড়ির ব্যাকসিটে। অভিযোগ করেন দস্যুরা তাকে বন্দুক দেখিয়েই লোপাট করেছে অর্থ। এমনটা মেনেও নিয়েছিল পুলিশ। তবে মিথ্যে সাজানোয় সামান্য ফাঁক থেকেই পরে ধরা পড়ে যান ব্র্যান্ডেল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন