‘মুসলিম নোবেল’ দ্য মুস্তাফা প্রাইজ
বিশ্ববিখ্যাত ওষুধ কোম্পানি ফাইজার এবং জার্মানভিত্তিক বায়োএনটেক ৯০ শতাংশ সফলতা নিয়ে কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা করেছে। কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কারের ফলে থমকে যাওয়া পৃথিবী আবার সচল হবে, স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে বলে দাবি করেছেন জার্মানভিত্তিক বায়োএনটেক সিইও ড. শাহীন।
কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কারের পুরো দায়িত্বে ছিলেন বায়োএনটেক কোম্পানির প্রতিষ্ঠাতা শাহীন-তুরেসি নামক তুরস্ক বংশোদ্ভূত জার্মান চিকিৎসক বিজ্ঞানী এক মুসলমান দম্পতি। মাত্র কয়েক বছর আগে প্রতিষ্ঠিত বায়োএনটেক কোম্পানিটি ইউরোপে খুব একটা পরিচিত না হলেও করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে বিশ্বখ্যাত হয়ে উঠেছে।
ড. উগার শাহীন এবং তার স্ত্রী ড. উজলেম তুরেসি মূলত ক্যান্সার সেল নিয়ে গবেষণার জন্য বায়োএনটেক প্রতিষ্ঠা করেছিলেন।