'রোনালদো গেছে, নেইমার গেছে, মেসি গেলেও কোনো সমস্যা নেই!'
চলমান মৌসুম শুরুর আগেই স্প্যানিশ লিগ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বার্সেলোনা ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু তখনকার ক্লাব সভাপতি জোসেফ মারিয়া বার্তামেউ তাকে আইি প্যাঁচে ফেলে এ মৌসুমের জন্য আটকে রেখেছেন। তবে আগামী মৌসুমে যে, লা-লিগায় মেসি থাকবেন না, তা অনেকটাই নিশ্চিত। তবে মেসি চলে গেলেও কোন প্রভাব পড়বে না বলে জানালেন লা-লিগার প্রেসিডেন্ট জাভিয়ের তেবাস।
কয়েক বছর আগে স্প্যানিশ ফুটবল লিগে আকর্ষনের কেন্দ্র-বিন্দুতে ছিলেন ব্রাজিলের নেইমার, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেসি। সময় গড়ানোর সাথে-সাথে লা-লিগাকে বিদায় দেন বার্সেলোনার নেইমার ও রিয়াল মাদ্রিদের রোনালদো। এখন শুধু রয়ে গেছেন মেসি। তবে এই মৌসুম শুরুর আগে তিনি লা-লিগা ছাড়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন। বার্সেলোনা প্রেসিডেন্ট মারিয়া বার্তেমেউর সাথে সর্ম্পকের তিক্ততায় ১৩ বছর বয়সে যোগ দেয়া ক্লাব ছাড়তে চেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু উল্টো চাপের মুকে গত অক্টোবরে বার্তেমেউ ক্লাব ছেড়েছেন।