কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পদ্মায় মিলছে বড় আকারের পাঙ্গাস

এনটিভি টঙ্গীবাড়ী প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১৭:৩০

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা সংলগ্ন পদ্মা নদীতে সপ্তাহ দুয়েক ধরে বিপুল পাঙ্গাস মাছ ধরা পড়ছে জেলেদের জালে। অন্য বছরের তুলনায় অপেক্ষাকৃত বেশি ও বড় আকারের পাঙ্গাস এ বছরে ধরা পড়ছে।

ওই এলাকার হাসাইল ও দীঘিরপাড় বাজারে পাঙ্গাস মাছ বিক্রি করা হচ্ছে। যার অধিকাংশ ক্রেতা ঢাকার। পাইকারি ৬৫০ থেকে ৭৫০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে আড়তগুলোতে।

জেলার টঙ্গীবাড়ী উপজেলার মৎস্য কর্মকর্তা জাকির হোসেন মৃধা বলেন, ‘ওই এলাকা সংলগ্ন অঞ্চলে অন্য বছরের তুলনায় অন্তত ২৫ ভাগ বেশি পাঙ্গাস মাছ ধরা পড়ছে এ বছর। এ বছর বিপুল পাঙ্গাস মাছ পাওয়া গেলেও এটি আসলে কয়েক বছরের মৎস্য সংরক্ষণ কার্যক্রমের সুফল। মা ইলিশ সংরক্ষণের জন্য গত কয়েক বছর ধরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরার ওপরে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা ইলিশের পাশাপাশি পাঙ্গাস মাছের সংখ্যা বৃদ্ধিতেও ভূমিকা রেখেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও