করোনায়ও চলছে কোচিং বাণিজ্য
করোনা মহামারির কারণে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ কোচিং ও প্রাইভেট পড়ানো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অথচ কিশোরগঞ্জে এই নির্দেশ অমান্য করে চলছে কিছু প্রাইভেট-কোচিং বাণিজ্য। কয়েকজন শিক্ষক তাদের বাসা অথবা ভাড়া করা কক্ষে ব্যাচ করে একসঙ্গে ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে বসিয়ে এ কার্যক্রম চালাচ্ছেন।
অভিযোগ আাছে, স্থানীয়রা এ বিষয়ে প্রতিবাদ করলেও ওই শিক্ষকরা তা কানে তুলছেন না। কিশোরগঞ্জ সদর উপজেলা, পৌরশহরসহ বেশ কয়েকটি এলাকায় অনেকটা প্রকাশ্যেই এ প্রাইভেট বাণিজ্য চলছে। অনেক শিক্ষক শিক্ষার্থীদের তাদের বাসায় প্রবেশ করিয়ে প্রধান দরজা বন্ধ করে পড়াচ্ছেন। নানা কৌশলে প্রশাসনের নজরদারি এড়িয়ে নির্ভয়ে প্রাইভেট বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।