![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2020/11/20/142203IMG.jpg)
সেতুতে আটকে গেল নৌকা, ছোটাতে গিয়ে মাঝির মৃত্যু
নেত্রকোনার মদনে মগড়া নদীর সেতুতে আটকে যাওয়া নৌকা ছোটাতে গিয়ে তৌহিদ মিয়া (৫৫) নামের এক মাঝির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা মগড়া নদীর শহীদ আব্দুল কদ্দুস সেতুর পাড়ে এ ঘটনা ঘটে। তৌহিদ মিয়া কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দিঘির পাড় গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও নৌকায় থাকা অন্য মাঝিদের সূত্রে জানা যায়, নৌকার মালিক ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার মুসুল্লী গ্রামের ফারুক মোল্লা। ব্যবসার উদ্দেশ্যে তার কাছ থেকে নৌকাটি তৌহিদ এক বছরের জন্য ভাড়ায় আনেন।