নেত্রকোনায় সর্বত্র শুরু হয়েছে ধান কাটা-মাড়াই
করোনাকালে এবার নবান্নের কোন রকম উৎসব ছাড়াই নেত্রকোনা জেলার সর্বত্র শুরু হয়েছে ধান কাটা ও মাড়াই। কয়েকদফা বন্যার পানিতে চারা গাছ নষ্ট হওয়ায় গত বছরের তুলনায় এবছর লক্ষ্যমাত্রার চেয়ে কম আবাদ হলেও কৃষিবিভাগ বলছে ফলন ভালো হয়েছে।
তবে মাঠ পর্যায়ে ঘুরে দেখা গেছে উঁচু জমিগুলোতে ধান পেকেছে। অপরদিকে এখনো অর্ধেকের কাছাকাছি ধান গাছ কাঁচা রয়েছে। যে কারণে পর্যায়ক্রমে ধান পাকায় উঁচু জমির ধানগুলোই কর্তন চলছে।