![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2017/04/16/e6c7f36e2a0474691cb04cd0a606db87-58f378bd73c0b.jpg?jadewits_media_id=197019)
'বেখেয়ালে’ শেয়ারও অপরাধ
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১১:০১
সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষত ফেসবুকে চোখের সামনে ভেসে আসা অপরিচিত লিংক ‘কেবল আগ্রহবশত’, ‘বেখেয়ালে’, ‘পরে পড়ার জন্য সংরক্ষণ’ করতে শেয়ার দেওয়া বিপদ ডেকে আনতে পারে। আইনিভাবে ‘উসকানিমূলক’ ও ‘অবমাননাকর’— এধরনের তথ্য সংবলিত লিংক ছড়ানোর দায়ে অপরাধী বিবেচনা করা হতে পারে অ্যাকাউন্টটির মালিককে।
আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনী ও অনলাইন অ্যাক্টিভিস্টরা বলছেন, ‘বেখেয়ালে' শেয়ার করে ফেলাটা কোনও অজুহাত হতে পারে না। গুজব বা মিথ্যা তথ্য প্রচারের কারণে অনেক সময় দেশে সংখ্যালঘু নির্যাতন বা ব্যক্তি পর্যায়ে মানুষের বড়সড় ক্ষতি হয়ে যায়। ফলে কোনও ক্ষতির কারণ যেন আপনি না হন, সেই বিষয়ে সতর্ক থাকার দায়িত্ব আপনারই।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে