বিক্ষোভকারীদেরকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর হুমকি
থাইল্যান্ডে বিক্ষোভ বাড়তে থাকার মধ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব ধরনের আইন ব্যবহারের হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচা। রাজতন্ত্রের প্রভাব কমানো এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে থাইল্যান্ডে কয়েকমাস ধরে চলে আসা বিক্ষোভ সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।
এরই মধ্যে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী প্রায়ুথ বলেছেন, “পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ফলে সহিংসতা আরও বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। এগুলো বিবেচনায় নেওয়া না হলে আমাদের দেশ এবং প্রিয় রাজতন্ত্রের ক্ষতি হতে পারে।”
“সরকার আরও জোরালো ব্যবস্থা নেবে এবং আইন ভঙ্গকারী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সব আইন ও ধারা ব্যবহার করবে।”
প্রধানমন্ত্রীর এই হুমকির পর থাইল্যান্ডে রাজতন্ত্র সুরক্ষার কঠোর আইনে বিক্ষোভকারীদের বিচারের মুখে দাঁড় করানো হতে পারে বলে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
“প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন” বলে মন্তব্য করেছেন এক থাই মানবাধিকার আইনজীবী ও বিক্ষোভকারী নেতা।