কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বের কঠোরতম লকডাউন শুরু দঃ অস্ট্রেলিয়ায়, পোষ্যদেরও বাইরে বের করা নিষেধ

এইসময় (ভারত) অস্ট্রেলিয়া প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ২১:৩৭

করোনার সংক্রমণ ঠেকাতে বিশ্বে কঠোরতম লকডাউনের সংজ্ঞা লিখল দক্ষিণ অস্ট্রেলিয়া। বাড়ির বাইরে গিয়ে শরীরচর্চা থেকে পোষ্যকে নিয়ে বেরোনো পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে এই লকডাউনে। বৃহস্পতিবার থেকে এলাকাজুড়ে এমনই কঠোর লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আগামী ৬ দিন বাড়ি থেকে মাত্র এক জন করে বেরোনোর অনুমতি পাবেন। সেটিও শুধুমাত্র খুবই প্রয়োজনীয় কোনও কাজের জন্য। স্কুল, বিশ্ববিদ্যালয়, রেস্তোরাঁ, ক্যাফে থেকে শপিং মল সমস্ত বন্ধ রাখা হবে। বিয়ে থেকে শেষকৃত্য সব বন্ধ রাখা হবে। মাস্ক না পরে কোথাও যাওয়া যাবে না।

দেশের দক্ষিণাংশের প্রশাসনিক এক কর্তা স্টিভেন মার্শাল বলেছেন, 'আমরা খুবই কঠোর পথ নিচ্ছি, যাতে দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি।' মার্শাল জানাচ্ছেন, সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ার অন্যতম কারণ এটি অধিকাংশ ক্ষেত্রেই উপসর্গহীন। হঠাৎই একধাক্কায় ২৩ জন সংক্রমিত হওয়ায় উদ্বিগ্ন প্রশাসন। রাতারাতি কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে ৩ হাজারেরও বেশি মানুষকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও