কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জাপা ছেড়ে বিএনপিতে আবার বিএনপি ছেড়ে জাপায় তিনি

সংবাদ জাতীয় পার্টি (জাপা) কেন্দ্রীয় কার্যালয় প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২০, ২০:২১

জাতীয় পার্টি ছেড়ে বিএনপি এবং বিএনপি ছেড়ে আবার জাতীয় পার্টি, এভাবেই দল পরিবর্তন করছেন সিলেটের কুনু মিয়া। যুক্তরাজ্য প্রবাসী এই ধনাঢ্য ব্যবসায়ী নতুন করে বিএনপি থেকে জাপায় ফিরেছেন।

বুধবার (১৮ নভেম্বর) বনানী কার্যালয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের হাতে ফুল দিয়ে দলে যোগ দিয়েছেন তিনি। এ সময় তার সঙ্গে দুই শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন।

কুনু মিয়া ২০০১ সালের নির্বাচনে সিলেট- ৬ আসন থেকে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এরশাদের নেতৃত্বাধীন ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে অংশ নেন। ওই নির্বাচনে তিনি ২৭ হাজারের বেশি ভোট পেয়ে তৃতীয় হন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে এরশাদের জাতীয় পার্টির মহাজোট থাকার কারণে প্রার্থী হতে পারেননি। এরপর ২০১১ সালে তিনি খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে জাপা থেকে বিএনপিতে যোগ দেন। ২০১৪ সালের নির্বাচন বিএনপি বর্জন করলে তিনি প্রার্থী হননি। এরপর গত নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন চেয়ে ব্যর্থ হন। এরপরই আবার জাতীয় পার্টিতে ফেরার সিদ্ধান্ত নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও